জাতীয়

‘অস্ত্র নিয়ে আদালতে যাওয়ার বিষয়ে তদন্ত হচ্ছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : কুমিল্লায় আদালত কক্ষে খুনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এজলাস কক্ষে কীভাবে একজন মানুষ ধারালো অস্ত্র নিয়ে আসতে পারে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

মন্ত্রী জানান, এ ঘটনায় কারো কোনো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি অনাকাঙ্খিত ও দুঃখজনক। 

মঙ্গলবার পিলখানা সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

পুলিশে নিয়োগ পরীক্ষার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘এবার পুলিশের কনস্টেবল নিয়োগ স্বচ্ছ হয়েছে। তদবির বাণিজ্য ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল পুলিশ সদর দপ্তর।’

প্রসঙ্গত, ১৫ জুলাই কুমিল্লা আদালতে হত্যা মামলার এক আসামি অপর আসামিকে ছুরিকাঘাতে খুন করেন।

কুমিল্লার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহত যুবকের নাম ফারুক হোসেন (২৭)। অভিযুক্ত আবুল হাসানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৯/মাকসুদ/ইভা