জাতীয়

পাটজাত পণ্যের জন্য মোবাইল কোর্ট বাড়ানোর নির্দেশ

সচিবালয় প্রতিবেদক : পাটের ব্যবহার বাড়াতে জেলা প্রশাসকদের মোবাইল কোর্ট পরিচালনা বেগবান করার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত নির্ধারিত অধিবেশনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রতিটি উপজেলায় মাসে অন্তত দুটি এবং বিভাগীয় ও জেলা শহরে যতটা সম্ভব মোবাইল কোর্ট পরিচালনা বাড়াতে হবে। পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে জনসাধারণকে আগ্রহী করতে বহুমুখী পাটজাত পণ্যের প্রদর্শনী সেন্টার ও বিক্রয় কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় পাটকলসমূহে দাবি-দাওয়ার বিষয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়। শ্রমিকদের পাওনার বিষয়ে বর্তমান সরকার সচেতন। এসব পাওনা পরিশোধের জন্য সরকার কার্যকরী ব্যবস্থাও ইতোমধ্যে গ্রহণ করেছে। তাই শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৯/হাসান/ইভা