জাতীয়

বিদেশে পাসের হার বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার আট বিদেশি কেন্দ্রে পাসের হার বেড়েছে। এইবার বিদেশি আট কেন্দ্রে এইচএসসিতে গড় পাসের হার ৯৪ দশমিক ০৭ শতাংশ। গত বছর ছিলো ৯২ দশমিক ২৮ শতাংশ।

বুধবার দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এমন তথ্য জানা গেছে।

২০১৮ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় বিদেশি কেন্দ্রে পাসের হার ছিলো ৯২ দশমিক ২৮ শতাংশ। বিদেশি প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা ছিলো সাতটি। এরমধ্যে একটি কেন্দ্রে শতভাগ পাস করেছে। তবে এইবার কেন্দ্রের সংখ্যা আটটি।

এছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার আট বিদেশি কেন্দ্রে ২৭০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২৬ জন শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার বিদেশে অবস্থিত আটটি কেন্দ্রে মোট ২৭০ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২৫৪ জন।

এর আগে সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

 

রাইজিংবিডি/ ঢাকা/ ১৭ জুলাই ২০১৯/হাসিবুল/হাকিম মাহি