জাতীয়

বাবা-ছেলের লাশ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক : পুরান ঢাকার পাটুয়াটুলীতে শত বছরের ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে ভবনের ধ্বংসস্তূপ থেকে ফল ব্যবসায়ী জাহিদুল ব্যাপারী ও তার ছেলে শফিকুল ব্যাপারীর (১৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রাত ৮টার দিকে জাহিদুল ব্যাপারী ও রাত ১২টার দিকে তার ছেলে শফিকুল ব্যাপারীর লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান এ তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার রাইজিংবিডিকে বলেন, ‘ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। সেখানে ৩টি ইউনিট কাজ করছে।’

স্থানীয়রা জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে সদরঘাটের কাছে সুমনা হাসপাতালের পাশের ছয় নম্বর লেনের ওই ভবনের একাংশ ধসে পড়ে। শত বছরের ওই ভবনটিতে ফুটপাতের ফলের কয়েকজন হকার থাকতেন। পুরনো এ ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়।

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/নূর/ইভা