জাতীয়

মশা নিধনে ডিএনসিসির দুই বিভাগের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক : এডিস মশা নিধনে ঢাকা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দুই বিভাগের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মশক নিধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু রোগের ভাইরাস বহনকারী এডিস মশা নিধনের কাজ যেন নির্বিঘ্নে চলে সেজন্য ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও মশক নিধন বিভাগের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের ছুটিল বাতিল করা হয়েছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বিভিন্ন শ্রেণি পেশার মানু্ষ এডিস মশা ও ডেঙ্গু জ্বরের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত র‌্যালিতে অংশ নেন। রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৯/সাওন/লাকী