জাতীয়

দ্রুত বিচার ট্রাইব্যুনালে সায়মা হত্যার বিচার চান বাবা

নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর ওয়ারীর বনগ্রামে শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার শেষ করার দাবি জানিয়েছেন বাবা আব্দুস সালাম।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আসামি হারুন অর রশিদের ফাঁসির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান। নিহত সায়মার পরিবার ও এলাকাবাসী এ মানবন্ধনের আয়োজন করে।

সায়মার বাবা আব্দুস সালাম বলেন, ‘প্রশাসনের তৎপরতায় ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ধর্ষক ও হত্যাকারী হারুনকে গ্রেপ্তার করা হয়। মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত শেষ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। প্রতিদিন শুনানির মাধ্যমে মামলাটি যেন শেষ হয়।’

আদালতে এ ধরনের ধর্ষকদের আইনি সহায়তা না দিয়ে তাদের যেন কঠোর শাস্তি হয় আইনজীবীদের সেদিকে নজর রাখার আহবান জানান তিনি।

গত ৫ জুলাই সায়মা তার মাকে খেলার কথা বলে আমার প্রতিবেশী মনির হোসেনের ফ্ল্যাটে যায়। পরে ওই ভবনের অষ্টম তলার একটি ফ্ল্যাটের রান্নাঘর থেকে সামিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে জানা যায়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে সায়মাকে। এ ঘটনায় পরে পুলিশ ওই ফ্ল্যাটের মালিকের খালাতো ভাই হারুনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

রাইজিংবিডি/ঢাকা/১৯জুলাই ২০১৯/মামুন খান/শাহেদ