জাতীয়

মানবসেবায় সম্মান সূচক ডিগ্রি পেলেন শাহিন

নিজস্ব প্রতিবেদক : সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বরগুনার কৃতী সন্তান মুহিব্বুল্লাহ শাহিনকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ন্যাশনাল ভার্চুয়াল ইউনিভার্সিটি ফর পিস অ্যান্ড এডুকেশন। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এ সম্মাননা অর্জন করলেন তিনি।

শনিবার ভারতের লক্ষ্ণৌ সিটির হোটেল হিলটনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মুহিব্বুল্লাহ শাহিনের হাতে ডক্টরেট ডিগ্রির সনদ ‍তুলে দেন উত্তর প্রদেশ সরকারের আইনমন্ত্রী ব্রজেশ পাঠক। এ সময় বিভিন্ন দেশের ১৫ জনকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়।

মুহিব্বুল্লাহ শাহিন বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মাওলানা বজলুর রহমান দক্ষিণাঞ্চলের বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন।

বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছোটবেলা থেকেই মানবসেবা শুরু করেন মুহিব্বুল্লাহ শাহিন।

শাহিন এর আগে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য সম্মাননা ও পুরস্কারে ভুষিত হয়েছেন। রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/সাওন/রফিক