জাতীয়

মনোনয়ন জমা দিলেন রাজবাড়ীর সালমা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুশেমা বেগমের মৃত্যুতে শূন্য হওয়া আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাজবাড়ীর সালমা চৌধুরী।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. আবদুল বাতেনের কাছে জমা দেন।

মনোনয়ন জমা দেয়া আওয়ামী লীগের নেত্রী সালমা চৌধুরীর বাবা মরহুম ওয়াজেদ চৌধুরী সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দলকে সংগঠিত করতে শক্তিশালী ভূমিকা পালন করেন তিনি। মরহুম ওয়াজেদ চৌধুরী বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন। রাজবাড়ী থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

মনোনয়ন বাছাই ২৮ জুলাই, প্রত্যাহারের শেষ সময় ১ আগস্ট এবং ভোটগ্রহণ করা হবে ১৮ আগস্ট।

উল্লেখ্য, ১০ জুলাই রুশেমা মারা যান। এর পরের দিন ১১ জুলাই এ আসন শূন্য করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপর ১৬ জুলাই নির্বাচন কমিশনে এ সংক্রান্ত গেজেট পাঠায় সংসদ সচিবালয়।

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৯/হাসিবুল/হাকিম মাহি