জাতীয়

‘চামড়া শিল্প এখন ধলেশ্বরী নদী ধ্বংস করছে’

নিজস্ব প্রতিবেদক : চামড়া শিল্প হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর হওয়ায় আরো ভয়াভয় পরিবেশ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অদিধপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়।

তিনি বলেছেন, চামড়া শিল্প আগে বুড়িগঙ্গা ধ্বংস করতো, এখন ধলেশ্বরী নদীকে ধ্বংস করতে শুরু করেছে। তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে এসব নদীকে রক্ষা করার পথ খুজে বের করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্ালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

অধিদপ্তরের বর্তমান ও ভবিষ্যত কর্মসূচি অভিহিতকরণ বিষয়ে এ সভার আয়োজন করা হয়।

শিবনথ রায় বলেন, ‘চামরা শিল্পের কঠিন বর্জ্য নিয়ে বড় ধরণের সমস্য রয়েছে। তবে তরল বর্জ্য নিস্কাশন ও পরিশোধন তেমন কোন সমস্যা নয়।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ তৈরি হয়েছে। কর্মসংস্থানেও তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। অনেক প্রতিষ্ঠানে নিয়মিতভাবে বেতন-ভাতা দেয়া হয়না। সংবাদকর্মীরা শ্রম আইনের আওতায় না থাকায় এসব বিষয়ে কোন ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না।’ রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/ইয়ামিন/শাহনেওয়াজ