জাতীয়

একদিনে হাসপাতালে ভর্তি ১৭১২ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭১২ জন। ঢাকা মহানগরীতে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫০ জন, তাদের মধ্যে শুধু ঢাকা মেডিক্যালেই ২২২ জন। ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ৫৬২ জন।

একদিন আগে ৩১ জুলাই ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ১ হাজার ৪৭৭ জন অর্থাৎ আগের দিনের চেয়ে বৃহস্পতিবার ২৩৫ জন বেশি ভর্তি হয়েছেন।

সে হিসেবে ঘণ্টায় ৭১ জন হাসপাতালে ভর্তি হচ্ছেন, আগের দিনের চেয়ে ঘণ্টা হিসেবে অন্তত ১০ জন বেশি রোগী ভর্তি হয়েছেন।

গত ২১ জুন একদিনে ৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। ৪১ দিনের ব্যবধানে ভর্তির হার বেড়েছে প্রায় ২৬ গুন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৯ হাজার ৫১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। বর্তমানে ৫ হাজার ৮৩৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মারা গেছেন ১৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ৬৬১ জন। রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৯/সাওন/সাজেদ