জাতীয়

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্যানিক হওয়ার কিছু নেই। 

শনিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু আক্রান্তদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী।

ডেঙ্গু রোগে নিহতদের সংখ্যায় গড়মিল নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ১৪ জন মারা গেছেন। তবে আরো দুই একজন বাড়তে পারে।

মন্ত্রী বলেন, ‘পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। ৫০ লাখ ডেঙ্গু শনাক্তের কিট আমদানির অর্ডার দেয়া হয়েছে। ইতোমধ্যে ২ লাখ চলে এসেছে।’

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা আমাদের মন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল করেছি।’

রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৯/সাওন/ইভা