জাতীয়

‘মহাসড়কের পাশে পশুর হাট নয়’

জ্যেষ্ঠ প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক-মহাসড়কের পাশে হাট বসালে যানজট সৃষ্টি হতে পারে, তাই মহাসড়কের পাশে পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী তার সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা করেন।

মন্ত্রী বলেন, সড়কের পাশে হাট না বসাতে নির্দেশ দিলেও খবর পাচ্ছি, সড়কে পশুর হাট বসানো হচ্ছে। যে অভিযোগ পাওয়া যাচ্ছে সে বিষয়ে সবার এগিয়ে আসতে ও ব্যবস্থা নিতে হবে। পশুর হাট যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে সে জন্য জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশসহ সবার সহযোগিতা চাই।

ওবায়দুল কাদের বলেন, অনেক সময় পশুবাহী যানবাহন ধীরগতিতে চলে, ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন করলে সমস্যা সৃষ্টি হয়। এসব গাড়িতে পশু পরিবহন বন্ধ করতে হবে। ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন বন্ধে সবাইকে নির্দেশ দিয়েছি। রাইজিংবিডি/ঢাকা/৫ আগস্ট ২০১৯/নঈমুদ্দীন/রফিক