জাতীয়

১২৪ ভিএসপির লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক: নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ১২৪ ভিওআইপি সার্ভিস প্রোভাইডার (ভিএসপি) প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি বলছে, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ১০৬টি ও নবায়নের যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করায় ১৮টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।

এসব প্রতিষ্ঠানের যেহেতু লাইসেন্স বাতিল হয়েছে, তাই শিগগিরই তাদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। তাদের সকল কার্যক্রম বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে বিটিআরসি।

উল্লিখিত যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে আগামী ১ মাসের মধ্যে তাদের সকল বকেয়া (যদি থাকে) পরিশোধের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

 

রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৯/ইয়ামিন/হাকিম মাহি