জাতীয়

কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

জ্যেষ্ঠ প্রতিবেদক : দু'দিন পর পবিত্র ঈদ। তবে অন্যদিনের তুলনায় শুক্রবার ঘরমুখো মানুষের ঢল বেশি ছিল কমলাপুর স্টেশনে। এ কারণে ট্রেনের সিডিউলেও কিছুটা বিপর্যয় ঘটে।

সরেজমিন দেখা গেছে, শুক্রবার সকাল থেকেই নারী-পুরুষ শিশুর পদচারণায় স্টেশনের প্রতিটি প্লাটফর্মে অতিরিক্ত ভিড় ছিল। সঠিক সময় ট্রেন ছেড়ে না যাওয়ায় অনেকেই বিরক্ত বোধ করছিলেন।

খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ভোর ৬টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সাড়ে ৮টার পর কমলাপুর স্টেশন ছেড়ে যায়।অন্যদিকে, উত্তরবঙ্গগামী 'ধূমকেতু এক্সপ্রেস’ তিন ঘণ্টা বিলম্বে সাড়ে ৯টার দিকে ছেড়ে গেছে।

এছাড়া, সকাল ৮টায় চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল 'নীলসাগর এক্সপ্রেস’। কিন্তু তা সেই সময় পর্যন্ত প্লাটফর্মে এসে পৌঁছায়নি। ৩৭টি রুটের মধ্যে দু'একটি বাদে সব ট্রেনই বিলম্বে ছাড়ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা তবে শিশুদের ভোগান্তিতে পড়তে হয় বেশি ।

স্টেশন ম্যানেজার আমিনুল হক বলেন, 'যাত্রীদের কারণেই ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। কেননা ট্রেনে উঠতে ও নামতে বেশি সময় লাগছে। তারপরও আমাদের চেষ্টা থাকছে সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিতে।’

 

রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৯/মাকসুদ/জেনিস