জাতীয়

মহাসড়কে কোনো যানজট নেই : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক, মহাসড়কে কোনো যানজট নেই। কিন্তু নদীতে অতিরিক্ত স্রোতের কারণে নৌ যান চলাচল ব্যহত হচ্ছে। এ জন্য সেখানে কিছুটা বিলম্ব হচ্ছে। আবহাওয়া ভালো হলে এ সমস্যা থাকবে না।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, ঈদযাত্রা যেন স্বস্তিদায়ক হয়। এ জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ঘরমুখো মানুষের কাছ থেকে বেশি ভাড়া নেয়া হচ্ছে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘ভাড়া বেশি নেয়ার অভিযোগ এখনো আমি পাইনি। তবে বেশি ভাড়া নেয়ার সত্যতা পেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

ডেঙ্গু জ্বর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এডিশ মশা মানুষের চেয়ে শক্তিশালী নয়। যা আমরা মোকাবেলা করতে পারব না। এর থেকেও বড় বড় চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি।’

 

রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৯/হাসিবুল/ইভা