জাতীয়

মহাখালীতে সময়মতো ছাড়ছে গাড়ি

নিজস্ব প্রতিবেদক : প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। বৃহস্পতিবার শেষ কর্মদিবসের পর শুক্রবার সকাল থেকে বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশনে মানুষের উপচে পড়া ভিড়।

অন্যান্য জায়গার মতো শুক্রবার সকালে মহাখালী বাস টার্মিনালে এসে দেখা গেছে, ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। কেউ বাসে উঠছেন। আবার কেউ সময়ের আগে চলে আসায় বাসের জন্য অপেক্ষা করছেন।

পরিবহন কাউন্টারে কর্মকর্তারা জানিয়েছেন, 'সময়মতো বাসগুলো গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে চলে।‘

তবে যাত্রীরা বলছেন, কিছু কিছু পরিবহন সড়কে ধীরগতির অযুহাত দিয়ে দেরিতে গাড়ি ছাড়ছেন। এছাড়া কিছু পরিবহনে বাড়তি ভাড়া চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মহাখালীতে ময়মনসিংহ ও সিলেটগামী এনা পরিবহনের কাউন্টারে দায়িত্বরত মোজাম্মেল হক বলেন, 'আমাদের সব গাড়ি সময় মতো ছেড়ে যাচ্ছে। টিকিট বেশিরভাগ অগ্রিম বিক্রি হয়ে গেছে। তবে ১১ তারিখের টিকিট এখনো রয়েছে।‘

টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের সুপারভাইজার সালাউদ্দীন বলেন, 'ঢাকা থেকে বের হলেই সড়কে যানজট আছে। তারপরও আমরা গাড়ি সময় মতো ছাড়ার চেষ্টা করছি।‘

তবে, টাঙ্গাইলগামী সাইফুল নামে এক যাত্রী অভিযোগ করে বলেন, তিনি এলেঙ্গায় যাবেন। অফিস থেকে ছুটির দিন নিশ্চিত না হওয়ায় অগ্রীম টিকিট কাটেননি। এখন বাড়ি যাওয়ার জন্য এসে টিকিট কাটতে গেলে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে।

এদিকে, ঢাকা থেকে বগুড়াগামী একতা পরিবহনের সব গাড়িগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে বলে দাবি করেছে টিকিট কাউন্টারে থাকা সুফিয়ান। ওই বাসের যাত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আনিলা টুম্পা বলেন, ' সময় মত গাড়ি ছেড়েছে।ঈদে বাড়ি যাব ভালই লাগছে। টিকিট পেতে খুব কষ্ট হয়েছে। এখন যানজটে না আটকালেই ভালো।‘

যানজট ভোগান্তির আশঙ্কায় নওগাঁগামী শাহ ফতেহ আলী বাসের যাত্রী নিলয় বলেন, 'অন্যান্য সময় দীর্ঘ যানজটে খুব কষ্ট হয়। এবার যেন তা না হয়। আনন্দের ঈদে যেন দীর্ঘ জার্নিতে ক্লান্তি ভর না করে।‘

তবে,মহাখালী থেকে কিশোরগঞ্জগামী অনন্যা বাসের চালক রহিম মিয়া বলেন, 'রাস্তা ক্লিয়ার আছে।‘

এদিকে, যাত্রীদের নিরাপত্তায় মহাখালী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। পুলিশ, র‍্যাবসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এছাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

 

রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৯/নূর/জেনিস