জাতীয়

ক্রেতাশূন্য নয়াবাজার-ধোলাইখাল গরুর হাট

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার আর মাত্র ২ দিন বাকি থাকলেও এখনো জমে ওঠেনি নয়াবাজার ও ধোলাইখাল কোরবানির পশুর হাট। হাটে বিপুল সংখ্যক পশু থাকলেও দেখা মিলছে না ক্রেতাদের।

শুক্রবার বাজার দুটি ঘুরে এমন চিত্রই দেখা গেছে। তবে দুপুরের পর ক্রেতাদের দেখা মিলবে এমন আশা করছেন গরু ব্যবসায়ীরা।

নয়াবাজার ও ধোলাইখাল এলাকায় রাস্তার পাশে সারি সারি গরু নিয়ে আছেন ব্যবসায়ীরা। ক্রেতা না থাকায় কেউ কেউ বসে গল্প করছেন। আবার কেউ ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে শেষ মুহূর্তে গরু ধুয়ে-মুছে পরিষ্কার করছেন। 

রাজবাড়ি থেকে ১৪ টি গরু নিয়ে নয়াবাজারে এসেছেন ব্যবসায়ী মো. হারেজ মিয়া। এখন পর্যন্ত একটি গরুও বিক্রি হয়নি। ১৫ মণ ওজনের একটি গরুর দাম চাচ্ছেন তিনি ৭ লাখ টাকা। দাম শুনে কেউ আর দাম বলেননি।

হারেজ বলেন, 'কত কষ্ট করে গরু গুলো নিয়ে এসেছি। এখন তো চিন্তায় আছি কি হয়। এখনো তেমন ক্রেতা দেখা যাচ্ছে না। দেখা যাক বিকালে কি হয়। নামাজ শেষে হয়তো অনেকে বের হবেন গরু কিনতে। আশা করছি বিক্রিও ভাল হবে।‘

ফরিদপুর নগরকান্দা থেকে ২৭ টি গরু নিয়ে ধোলাইখাল এসেছেন গরু ব্যবসায়ী কলম সিকদার।

তিনি বলেন, 'পরশুদিন গরুগুলো নিয়ে ঢাকায় এসেছি । এখনো একটা গরুও বিক্রি হয়নি। বিক্রি করবো কার কাছে। ক্রেতাই তো দেখা যাচ্ছে না। ঈদের দুই দিন বাকী আছে। নামাজের পর লোকজন গরু কিনতে বের হবেন বলে আশা করছি। বাকীটা আল্লাহই ভালো জানেন।‘

 

রাইজিংবিডি/ঢাকা/৯আগষ্ট ২০১৯/মামুন খান/জেনিস