জাতীয়

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : কঠোর নিরাপত্তায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত সোমবার সকাল ৭টায় হয়েছে।

এতে ইমামতি করেন জাতীয় মসজিদের জেষ্ঠ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসেন বিপুল সংখ্যক মুসল্লি। নারীরাও সেখানে আলাদা ব্যবস্থায় ঈদের নামাজ পড়েন।

ঈদের নামাজ শেষে অনেকেই কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত হয়।

প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায়, তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হয়। চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ঈদের জামাত উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশি তল্লাশি পার হয়ে সবাইকে মসজিদে প্রবেশ করতে হয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৯/নঈমুদ্দীন/রফিক