জাতীয়

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শোক দিবস পালন

জ্যেষ্ঠ প্রতিবেদক : যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূইঁয়া।

আলোচনা সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের নয়জন কর্মচারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ এবং দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বক্তাগণ উন্নত ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির পিতার রাজনৈতিক দর্শন এবং অর্থনৈতিক রূপরেখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তা যথাযথভাবে বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হতে সবার প্রতি আহ্বান জানান।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভা শেষে গণভবন মসজিদের খতিবের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৯/হাসান/রফিক