জাতীয়

রূপনগরের আগুন নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক: রাজধানীর রূপনগর থানাধীন চলন্তিকা মোড় এলাকায় বস্তিতে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার রাত পৌনে এগারটার দিকে ফায়ার সার্ভিসের ২৪ টি ইউনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চার জন আহত হবার খবর জানা গেছে। ফায়ার সার্ভিস সদর দফতর থেকে জানানো হয় যে, বস্তির প্রায় সকল আধাপকা ঘর ও টিন শেডের ঘরগুলো পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।    

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বস্তিতে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

স্থানীয়রা জানান, বস্তির চারদিকে বহুতল ভবন।  এ কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে।  বাতাসের কারণে আগুন বহুতল ভবনের দিকে ছড়িয়ে পড়ছে। ভবনের বাসিন্দারা দিগ্বিদিক ছোটাছুটি করছেন। বস্তিতে প্রায় ৭ হাজার ঘর আছে। অনেক লোক আটকা পড়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৯/মাকসুদ/নাসিম