জাতীয়

চামড়া নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানে বৈঠকে বসছে মন্ত্রণালয়

সচিবালয় প্রতিবেদক : কোরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতন এবং সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি সমাধানের লক্ষ্যে সকল পক্ষকে নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে চামড়া ব্যবসায়ী, ফড়িয়া ও ট্যানারি মালিকসহ খাত সংশ্লিষ্ট সকল পক্ষকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

রোববার বিকেলে সচিবালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

বৈঠকে উপস্থিত পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চামড়ার নতুন মূল্য নির্ধারণ হতে পারে বলে জানা গেছে। এছাড়া কাঁচা চামড়া রপ্তানি প্রক্রিয়া এবং এ বিষয়ে ব্যবসায়ীদের দাবির প্রসঙ্গেও আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, কাঁচা চামড়ার দামে গত দু-তিন বছর ধরেই ধস নেমেছে। কিন্তু চলতি বছর চরম বিপর্যয় নেমে এসেছে।

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৯/হাসান/বুলাকী