জাতীয়

‘পরণের কাপড়টা ছাড়া কিছুই নাই’

মাকসুদুর রহমান : মিরপুরের রুপনগর বস্তি আগুনে পুড়ে পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। পোড়া ভস্মীভুত ছাই আর টুকরো টিন ও আসবাবের মধ্যে কিছু একটা খুঁজছিলেন বস্তির কোন কোন বাসিন্দা।

‘পরণের কাপড় ছাড়া আর কিছুই নিয়ে বের হতে পারিনি’-ভেজাচোখে বললেন এক বৃদ্ধা।

রোববার দুপুরে সরেজমিন দেখা গেছে, বস্তির সবগুলো ঘর পুড়ে একাকার হয়ে গেছে। ধ্বংসস্তুপের মধ্যে সব হারিয়ে বুক চাপড়ে কাঁদছিলেন অনেকে বস্তিবাসী। আবার পোড়া স্তুপের মধ্যে প্রয়োজনীয় কিছু আছে কিনা তা খুঁজছিলেন কেউ কেউ। কিছু পাওয়া যায় কিনা সেই আশায় অনেকেই পোড়া টিন সরিয়ে, লাঠি দিয়ে ছাই ঠেলা নিয়ে ব্যস্ত।বৃদ্ধা রাহেলা রাজ্যের হতাশা চোখেমুখে নিয়ে বললেন, ‘কিছুই বুঝতে পারিনি। হইচই শুনে আর আগুন দেখে ঘর থেকে বেরিয়ে যাই। কিছুই আনতে পারিনি। পরণের কাপড় ছাড়া এখন আর আমার কিছুই নেই। টাকা, আসবাবপত্র, কাপড়, টিভি, থালা-বাটি সবই পুড়ে গেছে। তারপরও কিছু আছে কিনা তাই খুঁজছিলাম। আমরা পথে বসে গেছি বাবা।’

একটু দুরে মাথায় হাত দিয়ে বসে ছিলেন মোখলেস হোসেন। তিনি বলেন, ‘কোন মতে দুই মেয়েকে নিয়ে বের হতে পেরেছি ভাই। ঘরের কোন কিছুই আনতে পারিনি। রিকশাটাও পুড়ে গেছে। বছরের পর বছর ধরে গোছানো সংসার নিমিষেই শেষ হয়ে গেলো। খোলা আকাশের নিচে পরিবার নিয়ে দিন পার করছি।’

একই অবস্থা বস্তির প্রায় ১০ হাজার মানুষের। এর মধ্যে নারী, শিশু ও বৃদ্ধদের ভোগান্তি এখন চরমে। পাশের যে স্কুলে তাদের পুর্নবাসন করা হয়েছে তা পর্যাপ্ত নয়। পাশের বঙ্গবন্ধু বিদ্যানিকেতন স্কুলসহ ৩টি স্থানই যথেস্ট নয়। স্থান সংকুলানের সঙ্কট চরম আকার ধারন করেছে। আছে খাবারের অপ্রতুলতাও। নেই টয়লেটের ব্যবস্থা।

এসব বিষয় নিয়ে রোববার বিকেলে মুঠোফোনে কথা হয় উত্তরের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্তদের থাকা এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাদের অন্য একটি এলাকায় স্থায়ীভাবে পুর্নবাসন করা যায় কিনা সে পরিকল্পনা করা হচ্ছে। আর নতুন কোন সমস্যা হলে সেটা তাৎক্ষণিক সমাধানে কিছুটা ঘাটতি থাকতেই পারে।’

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জিল্লুর রহমান বলেন, আগুনের কারণ জানতে এখনও তদন্ত চলছে। বাঁশ-টিনের সঙ্গে পুরো বস্তিতে দার্হ্য পদার্থ ছিল। এ কারণে ঘরগুলো দ্রুত পুড়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাতের আগুনে চলন্তিকা মোড় সংলগ্ন ঝিলপাড় বস্তির প্রায় ৩ হাজার বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৯/মাকসুদ/নবীন হোসেন