জাতীয়

‘বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের বিচার করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে।

সোমবার বিকেলে জাতীয় জাদুঘরে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এ আলোচনা সভা হয়।

মন্ত্রী বলেন, এখন সময় এসেছে, বঙ্গবন্ধুর আদর্শ সব ক্ষেত্রে বাস্তবায়ন করা। আমরা এ লক্ষ্যে কাজ করছি।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন-  নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীর উত্তম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ। রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৯/নূর/রফিক