জাতীয়

পরিত্যাক্ত কমোডে এডিসের লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ওয়ার্ড ভিত্তিক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে চিরুনি অভিযানের প্রথম দিনেই একটি বাসার পরিত্যাক্ত কমোডে এডিস মশার লার্ভা পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে গুলশানে ডা. ফজলে রাব্বী পার্কের পাশেই ১/এ নম্বরের ৭ তলা বাড়ির মালিককে এ জরিমানা করা হয়। অনাদায়ে ওই মালিককে এক মাসের কারাদণ্ড ঘোষণা করেন সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট হেমায়েত হোসেন।

পরে মেয়র আতিকুল ইসলামের নির্দেশে ওই বাড়িতে এডিস লার্ভা পাওয়া গেছে এমন স্টিকার লাগিয়ে দেওয়া হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট হেমায়েত হোসেন বলেন, আমরা এই বাড়ির ছাদের উপরে পরিত্যাক্ত কমোডে প্রচুর লার্ভা পেয়েছি। চারিদিকে ডেঙ্গুর এত আতঙ্ক ও প্রচার প্রচারণার পরও এই ভবন মালিক সচেতন হননি। এজন্য কর্পোরেশনের আইন অনুযায়ী ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের জেল দিয়েছি। রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৯/নূর/বুলাকী