জাতীয়

‘ভাবতে পারিনি, রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলা হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ২১ আগস্টের গ্রেনেড হামলার ভয়াল স্মৃতি স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি কখনো ভাবতে পারেননি যে, একটি রাজনৈতিক সমাবেশে এ ধরনের হামলা হতে পারে।

বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কখনো ভাবতে পারিনি, কোনো রাজনৈতিক দলের সমাবেশে এভাবে গ্রেনেড হামলা হবে। গ্রেনেড ব্যবহৃত হয় যুদ্ধক্ষেত্রে। ১৩টি গ্রেনেডের মধ্যে ১২টি সেইদিন বিস্ফোরিত হয়।’

তিনি বলেন, ‘আমরা সমাবেশ করতে চেয়েছিলাম মুক্তাঙ্গনে। কিন্তু সেখানে সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। রাত সাড়ে ১১টার দিকে অনুমতির একটি চিঠি পাঠানো হয় কার্যালয়ে। রাত সাড়ে ১১-১২টার দিকে কে দেখবে সেই চিঠি। হয়তো আল্লাহ বাঁচাবে বলেই মুক্তাঙ্গনে সমাবেশ করা হয়নি।’

 

রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৯/রেজা/রফিক