জাতীয়

তিন মাসে মন্ত্রিসভার ৫২ সিদ্ধান্ত বাস্তবায়ন

জ্যেষ্ঠ প্রতিবেদক : ২০১৯ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে মন্ত্রিসভার ৫২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮১.৯৪ শতাংশ।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে তিন মাসের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, তিন মাসে মন্ত্রিপরিষদের সাতটি বৈঠক হয়েছে। এসব বৈঠকে ৭২টি সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়ন হয় ৫২টি। বাস্তবায়নাধীন আছে ১৩টি। তিন মাসে সংসদে আইন পাস হয় মোট ছয়টি। রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৯/নঈমুদ্দীন/রফিক