জাতীয়

ব্রুনেই হাইকমিশনের ঘটনা তদন্ত করবে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক: ব্রুনেইয়ে বাংলাদেশ হাইকমিশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে ব্যবস্থা নিচ্ছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার প্রবাসী মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, গত ২২ আগস্ট ব্রুনেইয়ে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগের বিষয়টি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরে এসেছে। দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ শ্রম অভিবাসন নিশ্চিত করতে মন্ত্রণালয় ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত ২১ আগস্ট ব্রুনেইয়ে বাংলাদেশ হাইকমিশনের শ্রম উইংয়ের কর্মীরা প্রবাসী এক বাংলাদেশি কর্মীকে দূতাবাসের মধ্যেই মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০২৯/হাসান/সাজেদ