জাতীয়

ভারতীয় এনডিসি প্রতিনিধি দল পরিকল্পনা মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সফররত ভারতীয় ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধি দল পরিকল্পনা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। স্ট্রাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুরের অংশ হিসেবে ভারতীয় এই দলটি এসেছিলেন বলে মন্ত্রণালয় জানায়।

বুধবার বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান জানান, তাদের এই আগমন উপলক্ষে এনইসি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

পরিকল্পনা সচিব মো. নুরুল আমিন পরিকল্পনা কমিশনের গঠন ও কার্যাবলী বিষয়ে এবং পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা, রূপকল্প ২০২১ ও ২০৪১, ডেল্টা প্ল্যান ইত্যাদি বিষয়ে আলাদা আলাদা পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন তাদের সামনে।

এ সময় পরিকল্পনামন্ত্রী তাদের বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির বিভিন্ন বিষয়, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ-জ্বালানি, কৃষি, আমদনি-রপ্তানি, ভৌত অবকাঠামো ইত্যাদি খাতে বাংলাদেশের অগ্রগতির বিষয় অবহিত করেন।

তারা বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের পরিকল্পনা কৌশলের ভূয়শী প্রশংসা করেন।

১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেজর জেনারেল সুরেশ চন্দ্র মহানী। এ সময় পরিকল্পনা কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/হাসিবুল/সাজেদ