জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনীতিকদের জোরালো ভূমিকার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক : রোহিঙ্গা সংকট সমাধানে বিভিন্ন দেশের কূটনীতিকদের আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ বিষয়ে কূটনীতিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার সময় এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সহযোগিতা চাওয়া হয়।

ব্রিফিং শেষে ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে কূটনীতিকদের আরো জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছি।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে চীন মধ্যস্থতা করতে চায়। তারা এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেসব এনজিও রোহিঙ্গাদের নানাভাবে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মিয়ানমার গণহত্যা চালালেও তাদের সঙ্গেই যুক্তরাষ্ট্র সামরিক মহড়া চালাচ্ছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা আপনারা যুক্তরাষ্ট্রকে জিজ্ঞাসা করুন, কেন তারা মহড়া চালাচ্ছে?

সূত্র জানায়, রোহিঙ্গাদের অনিচ্ছা ও মিয়ানমার সম্পর্কে তাদের মাঝে আস্থার ঘাটতির কারণে দুই দফায় প্রত্যাবাসন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এসব বিষয় কূটনীতিকদের জানাতে এবং সমস্যা সমাধানে তাদের সাথে আলেচনা করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদের কাছে পরিস্থিতি তুলে ধরা হয়েছে। তারই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেয়া হয়। রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৯/হাসান/রফিক