জাতীয়

দ্রুত বদলির আদেশ চান বেসরকারি শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক : দ্রুত বদলির আদেশ জারির দাবিতে আন্দোলনে নামছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

শিক্ষকদের বক্তব্য, তারা অল্প বেতন পান। সেই টাকা থেকে বাড়িভাড়া দিয়ে নিজ বাড়ি থেকে দূরে চাকরি করা প্রায় অসম্ভব। তাই দ্রুত বদলির আদেশ চান তারা।

এ বিষয়ে আগামী ৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছেন তারা।

জানা যায়, আগামী ২০২০ সালের মধ্যে বেসরকারি শিক্ষকদের ঐচ্ছিক বদলি চালু করার সিদ্ধান্ত হয়। এর সব কার্যক্রম হবে অনলাইনে। সরকারের এমন সিদ্ধান্তের কথা জানতে পেরে শিক্ষকরা আশার আলো দেখেন। ২০১৯ সাল প্রায় শেষের দিকে। এখনো বদলি নীতিমালা বা প্রজ্ঞাপন জারি না হওয়ায় হতাশ শিক্ষকরা।  রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৯/ইয়ামিন/রফিক