জাতীয়

‘জরুরি প্রয়োজনে সেবা দিতে হবে বিআরটিসিকে’

সচিবালয় প্রতিবেদক : দেশের বিভিন্ন সময় জরুরি প্রয়োজনে যাতায়াত ব্যবস্থায় জরুরি সেবা প্রদানের বিধান রেখে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান

তিনি বলেন, বিশেষ পরিস্থিতি যেমন হরতাল, পরিবহন ধর্মঘট, প্রাকৃতিক দুর্যোগ, বিশ্ব ইজতেমা, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন, মুক্তিযোদ্ধা সমাবেশ এবং অন্য কোনো জরুরি পরিস্থিতিতে বিশেষ সড়ক পরিবহন সেবা প্রদান করা বিআরটিসির অধীনে নিয়ে আসা হয়েছে। এটা আগে ছিল না। এটা নতুন প্রস্তাব।

তিনি বলেন, এটা ১৯৬১ সালের অধ্যাদেশ। ঘষামাজা করে আইনে পরিণত করা হচ্ছে। তবে এখানে খুব বেশি পরিবর্তন হচ্ছে না।

সচিব বলেন, এ আইনে একটি শব্দ যুক্ত হয়েছে। সদস্য-সচিব শব্দটি দুইয়ের ক-এ যোগ করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ পরিচালনা পরিষদের সদস্য সচিব।

শেয়ার মূলধনের ক্ষেত্রে একটু পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনুমোদিত মূলধন ছিল ছয় কোটি টাকা। তবে বর্তমানে অনুমোদিত মূলধন ১০০০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।

আইনে নতুন একটি সংযোজন আনা হয়েছে বলেও জানান সচিব। রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৯/আসাদ/সাইফ