জাতীয়

সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে টাস্ক‌ফোর্স

‌জ্যেষ্ঠ প্রতি‌বেদক: সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান করে টাস্ক‌ফোর্স গঠন করা হয়েছে।

সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে গঠিত জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ১১১ দফা সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে এই টাস্ক‌ফোর্স হলো।

বুধবার জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৭তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, 'সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান করে ট্রান্সফোর্স গঠন করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।'

তিনি জানান, পুলিশের আইজিপি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববৃন্দ, ডিএমপি কমিশনার, উত্তর দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী, বিআরটিএ ও বিআরটিসির প্রধান প্রকৌশলী, বিআরটিএ/বিআরটিসির চেয়ারম্যান, ডিটিসিএ এর নির্বাহী পরিচালক, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি, ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির প্রতিনিধি, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি, মো. সামসুল হক, সৈয়দ আবুল মকসুদ, ইলিয়াস কাঞ্চন, হাইওয়ে পুলিশ মহাপরিদর্শক, ব্যাক এর প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন।’

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, 'যে কমিটিটা করে দেওয়া হয়েছে, আমাদের সড়ক পরিবহন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করে, তাদের দাবি অনুযায়ী করণীয় আমরা সুনির্দিষ্ট করেছি। আমরা সড়ক পরিবহনের নেতাদের সঙ্গে বসে আরও আলাপ আলোচনার মাধ্যমে এনাউন্স করবো। আগামী সপ্তাহের মধ্যে আমরা কাজ শুরু করবো।'

বৈঠকে সড়কের নিরাপত্তা নিয়ে আইজিপি জাভেদ পাটোয়ারী বলেন, '১১১ সুপারিশ বাস্তবায়ন করতে হলে রাজউক ও বিআরটিএকে সংযোজন করতে হবে। স্কুল-কলেজ, বিশেষ করে ভিকারুন্নেসা, স্কলাস্টিকার মত স্কুলেরও পার্কিং এর কোন ব্যবস্থা নেই। যত্রতত্র পার্টি সেন্টার গড়ে উঠছে, সেখানেও পার্কিং এর ব্যবস্থা রাখা হয় না। আমি বলবো, পার্কিং এর জায়গা ছাড়া যাতে কোন স্থাপনা করার অনুমোদন দেয়া না হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের প্রথম কাজ হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা, এর কোন বিকল্প নেই।’

ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, 'সড়কে শৃঙ্খলার প্রথম সমস্যা হচ্ছে নিয়ম না মানার সংস্কৃতি। প্রতিবছর ৬০ কোটি টাকার মত জরিমানা আদায় হয়। পুলিশ সেবাখাত থেকে এখন রাজস্ব খাতের দিকে যাচ্ছে। বারবার জরিমানা করার পরও নিয়ম মানছে না। এমনকি দায়িত্বশীল ব্যক্তিরাও উল্টো পথে যেতে দ্বিধাবোধ করে না।'

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সড়ক পরিবহন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য একাব্বর হোসেন, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভাপতি সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, কলামিস্ট আবুল মকসুদ, বিআরটিএ চেয়ারম্যান মশিউর রহমানসহ জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/৫ সে‌প্টেম্বর ২০১৯/‌রেজা/সাজেদ