জাতীয়

ঋতুবরণ বাঙালির চিরন্তন উৎসব: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ঋতুবরণ বাঙালির চিরন্তন উৎসব।

তিনি বলেন,  আবহমানকাল হতে বাঙালি নববর্ষ, বর্ষাবরণ, বসন্তবরণ, শরৎ ও হেমন্ত উৎসব উদযাপন করে আসছে। চিরায়ত এসব উৎসব আগে আমাদের গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল। এখন তা আমাদের শহুরে সংস্কৃতির অন্যতম অনুষঙ্গে পরিণত হয়েছে। অর্থাৎ ঋতুবরণ উৎসব বা সংস্কৃতির গ্রাম হতে শহরে স্থানান্তর ঘটেছে।

প্রতিমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত শরৎ উৎসব-১৪২৬ এর অংশ হিসেবে "শরৎ কথন পর্ব" শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি ড. হায়াৎ মামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন  সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহসভাপতি অধ্যাপক নিগার চৌধুরী ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।

অনুষ্ঠানের সভাপতি হায়াৎ মামুদ বলেন,  আমাদের সৌভাগ্য যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবসহ বাঙালির প্রাণের এসব উৎসবের প্রবক্তা। রাইজিংবিডি/ঢাকা/৬সেপ্টেম্বর ২০১৯/আসাদ/নাসিম