জাতীয়

বিআরটিসির ১ হাজার ১১৪ বাস চলছে

সংসদ প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে দেশে বিভিন্ন রোডে চলাচলকারী বিআরটিসি বাসের সংখ্যা ১ হাজার ১১৪। এগুলো ১৪১টি রুটে চলাচল করে।

সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেনের (বগুড়া-৪) প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

কাদের বলেন, গত ২০১৮-১৯ অর্থবছরে ভারত থেকে ঋণচুক্তির (এলওসি) আওতায় ৬০০টি বাস আমদানি করা হয়েছে। এগুলো পর্যায়ক্রমে বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে।

আওয়ামী লীগের সাংসদ কে এম শাহজাহান কামালের (লক্ষ্মীপুর-৩) লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, সারাদেশে মোট ২২ হাজার ৯৬ কিলোমিটার সড়ক রয়েছে।

তিনি আরো জানান, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতায় ৬৪ জেলায় সর্বমোট ৩ হাজার ৯০৬ দশমিক ৩ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৪ হাজার ৭৬৬ দশমিক ৯১ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩ হাজার ৪২৩ দশমিক ৩৬ কিলোমিটার জেলা সড়ক রয়েছে। রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৯/আসাদ/সাজেদ