জাতীয়

মারা গেলেন দুদক পরিচালকের দগ্ধ স্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ ইউসুফের দগ্ধ স্ত্রী মোসাম্মদ তানিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।

বৃহস্পতিবার দুপুরে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে দেয়া হবে।  মৃতের শরীরের বেশির ভাগই আগুনে পুড়ে গেছে।  পরে হাসপাতালে ভর্তি করা হলে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় উত্তরায় নিজেদের বাসায় আগুনে দগ্ধ হন তানিয়া।  এদিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।  তবে এখনো আগুনের কারণ জানাতে পারেনি সংস্থাটি।

 

রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৯/মাকসুদ/হাকিম মাহি