জাতীয়

এলজিআরডি মন্ত্রীর সাথে ডিএনসিসির কাউন্সিলরদের সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাঁচ সংরক্ষিত মহিলা কাউন্সিলর স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন।

বুধবার দুপুরে সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

এরা হলেন- ১ নং সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর বেগম শাহনাজ পারভিন মিতু, ৪ নং সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর বেগম রাশিদা আক্তার ঝর্না, ৭ নং সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর বেগম খালেদা বাহার বিউটি, ৯ নং সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর বেগম নাজমুন নাহার হেলেন এবং ১০ নং সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর বেগম শামিমা রহমান।

সাক্ষাৎকালে মহিলা কাউন্সিলরবৃন্দ দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা মন্ত্রীর কাছে তুলে ধরেন। তারা মন্ত্রীকে জানান, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাদের তেমনভাবে সম্পৃক্ত করা হয় না। এ ব্যাপারে তারা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মন্ত্রী মহিলা কাউন্সিলরবৃন্দের কথা ধৈর্য্য ধরে শুনেন এবং ধীরে ধীরে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। মন্ত্রী বলেন, নারীদের ক্ষমতায়ন করতে, তাদের মর্যাদার জায়গায় নিতে নারী-পুরুষ সমানভাবে কাজ করতে হবে।

মন্ত্রী আরো জানান, যেহেতু সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ সরাসরি নির্বাচিত, তারা এলাকার উন্নয়নে কিভাবে আরো ভূমিকা রাখতে পারে, তা খুঁজে বের করতে হবে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব সোহরাব হোসেন উপস্থিত ছিলেন। ঢাকা/আসাদ/সাজেদ