জাতীয়

রোহিঙ্গাদের জন্য আরো ১২৭ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে আশ্রয় নেয়া বিপুল সংখ্যক রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র আরো ১২৭ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে।

বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক বার্তায় এ ঘোষণা দেন।

দূতাবাসের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আর্ল মিলার বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র আরো ১২৭ মিলিয়ন ডলার সহায়তা দেবে। ২০১৭ সালের সহিংসতার পর থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় এ নিয়ে যুক্তরাষ্ট্র মোট ৬৬৯ মিলিয়ন ডলার সহায়তা দিল। আর এ সহায়তার মধ্যে ৫৫৩ মিলিয়ন ডলার বাংলাদেশে নেওয়া কর্মসূচিতে ব্যয় করা হয়েছে।

ভিডিও বার্তায় মিলার রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান। ঢাকা/হাসান/ইভা