জাতীয়

সমাজের প্রতিটি মানুষকেই অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে হবে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের প্রতিটি মানুষকেই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে।

শুক্রবার রাতে বনানী মাঠে গুলশান- বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন কর্তৃক দুর্গোৎসব আয়োজনের দ্বাদশ বর্ষ পূর্তি ও শারদোৎসব ১৪২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এসময় তিনি পূজা উদযাপন পরিষদ কর্তৃক প্রকাশিত “বোধন” স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। শিরীন শারমিন বলেন,শারদীয় দূর্গাপুজা সনাতন ধর্মাবলম্বী মানুষের জন্য আনন্দের এক মিলনমেলা। সকল ধর্মই সত্য, সুন্দর ও কল্যাণের কথা বলে। উল্লেখ করে তিনি বলেন,

তিনি বলেন, সাম্যের ভিত্তিতে দেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ।শারদীয় দুর্গোৎসব আবহমানকাল ধরে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে আছে। দূর্গাপুজা আমাদের আপন সংস্কৃতিতে হাজার বছরের বাঙালি ঐতিহ্যের সাক্ষ্যবহন করে চলেছে। সম্প্রীতির বন্ধন অটুট রেখে এই অসাম্প্রদায়িক চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।

স্পিকার বলেন, জাতির পিতা আজীবন লড়াই সংগ্রাম করেছেন ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যেখান থেকে উঠে আসবে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ আর একতা।

গুলশান-বনানী সার্বজনীন পূজা উদযাপন ফাউন্ডেশনের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ড. বীরেন শিকদার, আকবর হোসেন পাঠান এমপি, গুলশান ক্লাবের সভাপতি শওকত আজিজ রাসেল,গুলশান- বনানী সোসাইটি'র সভাপতি শওকত আলী ভূঁইয়া ডিলন এবং ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাইকমিশনার শ্রী বিশ্বজিৎ দে। পরে তিনি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের শুভ উদ্বোধন করেন।

এর আগে দেশের বিশিষ্ট গুণিজনদের হাতে শারদীয় সম্প্রীতি সম্মাননা ১৪২৬ তুলে দেন স্পীকার। মোট ১২ জনকে বাংলাদেশে সম্প্রীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। সম্মননা প্রাপ্তরা হলেন- সুরঞ্জিত সেন গুপ্ত (মরণোত্তর) শিল্পী সুবীর নন্দী (মরণোত্তর) মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার চিত্ত রঞ্জন দত্ত (মরণোত্তর),এমিরেটস অধ্যাপক আনিসুজ্জামান, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, লেখক শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, চিকিৎসক ডা. সামন্ত লাল সেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, আইনজীবী ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল,চিত্র শিল্পী হাসেম খান, সাংবাদিক আবেদ খান। পরে স্পিকার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।  

ঢাকা/আসাদ/নাসিম