জাতীয়

বিশ্ববিদ্যালয়ে রেল প্রকৌশল বিভাগ চালুর সুপারিশ

একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক হয়েছে। বৈঠকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে রেল প্রকৌশল বিভাগ চালুর সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক হয়। এতে কমিটির সদস্য ও রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, এইচ এম ইব্রাহিম এবং গাজী মোহাম্মদ শাহ নওয়াজ অংশ নেন।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে নতুন রেললাইন স্থাপন প্রকল্পের কাজের অগ্রগতি এবং ঢাকা থেকে চট্টগ্রাম উচ্চ গতির ট্রেন চলাচলের জন্য রেললাইন স্থাপনের সমীক্ষা ও ডিজাইন প্রণয়ন কাজের অগ্রগতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। সংসদীয় কমিটি প্রকল্পের কাজের মান যথাযথ রেখে নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন করার সুপারিশ করে।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এবং রেলপথ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা/আসাদ/রফিক