জাতীয়

রোহিঙ্গাদের ফেরাতে এডিবির সহায়তা কামনা

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এডিবি'র বোর্ড অব গভর্নর মিটিং শেষ করে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে আমারা সত্যি সমস্যার মধ্যে আছি। আমরা আশা করি, এডিবি রোহিঙ্গাদের ফেরাতে সাহায‌্য করবে।’

এ বিষয়ে এডিবি সাহায‌্য করবে বলে আশস্ত করা হয়েছে বলে মন্ত্রী জানান।

আ হ ম মুস্তফা কামাল বলেন, এডিবির প্রতিনিধিরা রোহিঙ্গা সমস্যার বিষয়টি প্রতিনিধিত্ব করবেন। রোহিঙ্গারা কীভাবে এখানে বসবাস করছেন, তাও তারা দেখবেন। আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে। আমরা তাদেরকে জানিয়েছি, রোহিঙ্গা সত্যিই আমাদের সমস্যা করছে। কারণ বিশ্বে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি বাংলাদেশে। আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি বিষয়টির পক্ষে কথা বলার জন্য এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য। কারণ তারা এমন একটা প্লাটফর্মে কাজ করেন যেখানে সবাই রয়েছে।’

তিনি বলেন, আমরা এডিবিকে অনুরোধ করেছি, তারা বলেছেন আশ্রিত রোহিঙ্গারা যেন যত দ্রুত সম্ভব তাদের নিজ ভূমিতে ফিরে যেতে পারে এ বিষয়ে তারা আমাদেরকে সহযোগিতা করবে।

   

ঢাকা/হাসিবুল/ইভা