জাতীয়

গণভবনে আবরারের পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন ছাত্রলীগের নেতাকর্মীদের পিটুনিতে নিহত বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবার।

সোমবার বিকেল ৫টার দিকে গণভবনে যান আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, মা রোকেয়া বেগম এবং ছোট ভাই আবরার ফাইয়াজ।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের এসব তথ‌্য জানিয়েছেন।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ ব্যাচ) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। ৭ অক্টোবর শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবরার হত্যার ঘটনায় এখন পর্যন্ত বুয়েট ছাত্রলীগের ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১৫ জন মামলার এজাহারভুক্ত আসামি। আর পুলিশের তদন্তে চারজনের নাম আসায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আবরারের বাবার করা মামলায় আসামি হিসেবে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখন পর্যন্ত চারজন পলাতক আছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অপরাধীর রাজনৈতিক পরিচয় যা–ই হোক, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’ ঢাকা/পারভেজ/রফিক