জাতীয়

বা‌লিশকাণ্ড : বিভ্রা‌ন্ত না হতে আহ্বান পূর্ত মন্ত্রণাল‌য়ের

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বা‌লিশকান্ডে বরখাস্ত হওয়ার বিষ‌য়ে বিভ্রান্ত না হতে গণমাধ্যম কর্মী‌দের প্র‌তি আহ্বান জা‌নি‌য়ে‌ছে গণপূর্ত মন্ত্রণালয়।

মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষ‌রিত এক বিজ্ঞ‌প্তি‌তে এ আহ্বান জানা‌নো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি কাজে অনিয়ম ও দুর্নীতির ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গণপূর্ত অধিদপ্তরের ১৬ জন কর্মকর্তা‌কে আ‌গেই বরখাস্ত করা হ‌য়ে‌ছে। বিষযটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল ক‌রিম ২৪ জুলাই সংবাদ সম্মেলন করে সকল গণমাধ্যমকে জানিয়েছেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে মাত্র। সুতরাং এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য গণমাধ্যমকর্মী‌দের অনুরোধ জানাচ্ছি।’ ঢাকা/নঈমুদ্দীন/সাজেদ