জাতীয়

‘এসি রুমে বসে দেশের উন্নতি দেখে খুশি হওয়ার কিছু নেই’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এসি রুমে বসে থেকে দেশের উন্নতি দেখে খুশি হওয়ার কিছু নেই। আর্জেন্টিনা বিশ্বের ১০টি উদীয়মান দেশের অন‌্যতম ছিল। এখন তাদের দেশে প্রতি তিনজনের একজন গরিব।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ইনডেক্স ইন এচিভিং এসডিজিস’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের দেশে সমস্যা নতুন কিছু নয়। এখন ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের চ্যালেঞ্জ।

তিনি বলেন, আমাদের সৎভাবে কাজ করতে হবে। পুরো শক্তি ব্যবহার করে কাজ করতে হবে। সমস্যা সম্পর্কে আমাদের ধারণা আছে। এখন ন্যায়বিচার পেতে হবে। তাহলেই দেশে দরিদ্র থাকবে না।

কর্মশালায় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ প্রমুখ।

 

ঢাকা/হাসিবুল/রফিক