জাতীয়

ডিআইজি প্রিজনস বজলুর রশীদ কারাগারে

কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক গ্রেপ্তার (ডিআইজি প্রিজনস) বজলুর রশীদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার শুনানি শেষে ভারপ্রাপ্ত ঢাকা মহানগর সি‌নিয়র স্পেশাল জজ মো. আল মামুন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক নাসির উদ্দিন বজলুর রশীদকে আদালতে হাজির করে মামলার তদন্ত স্বার্থে ও প্রকৃতি রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে তার পক্ষের আইনজীবী জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

রোববার বেলা তিনটায় দুদকের প্রধান কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করে দুদক টিম। গ্রেপ্তারের আগে তার বিরুদ্ধে দুদক কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। ঢাকা/মামুন খান/সনি