জাতীয়

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।’

বুধবার ঢাকার শেরে বাংলা নগরে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের কৃষিক্ষেত্রের অভূতপূর্ব উন্নয়নের পেছনে কৃষিবিদদের ভূমিকা অপরিসীম। কৃষিক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বের বুকে যে সুদৃঢ় অবস্থান করে নিয়েছে, তার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকার কৃষকদের সহায়তায় বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করছে। এ ভর্তুকির পরিমাণ ভবিষ্যতে আরো বাড়বে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী দিনে যুদ্ধ হবে খাদ্য ও পানির জন্য। এই যুদ্ধে বাংলাদেশকে অবশ্যই জয়ী হতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিবিদদের এগিয়ে আসতে হবে।’

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ এর সভাপতি এটিএম আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. মুজিবুর রহমান, কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ এর মহাসচিব মো. খায়রুল আলম প্রিন্স, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ এর মহাসচিব মো. আলফাজ উদ্দিন বক্তব্য রাখেন। ঢাকা/নঈমুদ্দীন/সনি