জাতীয়

ময়নাতদন্ত শেষে শিশুদের লাশ স্বজনদের কাছে

মিরপুরের রূপনগর আবাসিক এলাকার বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬ শিশুর ময়নাতদন্ত শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

ময়না তদন্ত শেষে চিকিৎসকরা জানান, সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণে তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। অনেকের পা-হাত এমনকি পেটের নাড়িও বের হয়ে গেছে। এ কারণেই তাদের মৃত্যু হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ দিকে ময়না তদন্ত শেষে ছয় শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে।

প্রসঙ্গত, বুধবার বিকেলে ১১ নম্বর সড়কে শিয়ালবাড়ি বস্তির পাশে ভ্যানে বেলুন ফুলানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে রিয়া মনি (৮), নুপুর (১১), ফারজানা (৭), রিফাত (৮), রমজান (১১) ও রুবেল (১১) নিহত হয়। শিশুসহ আরও ১৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা/মাকসুদ/সাজেদ