জাতীয়

সড়ক পরিবহন আইন এক বছর পর বাস্তবায়ন দাবি

কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন আরো এক বছর পর বাস্তবায়ন করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে ডাইভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের চেয়ারম্যান মো. বাদল আহমেদ।

তিনি বলেন, চালকরা বৈষম্যের শিকার। ইচ্ছাকৃতভাবে কখনোই কোনো চালক দুর্ঘটনা ঘটায় না। বেশি ট্রিপের চাপ থাকায় তারা নিয়মিত বিশ্রাম খাওয়া-দাওয়ার সুযোগ পান না। তারপরও নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ সম্ভব তারা সর্বোচ্চ চেষ্টা করে যাত্রীদের নিরাপদে পৌঁছে দেয়ার।

‘একটি উন্নত দেশে ট্রাফিক ব্যবস্থাপনা আইন থাকা জরুরি। তার আগে জরুরি সবার জন্য মোটিভেশন প্রশিক্ষণ।  মোটিভেশন প্রশিক্ষণ না করে, এই আইন কার্যকর করলে চালকরা ক্ষতিগ্রস্ত হবে। তাই, আমরা সড়ক পরিবহন আইন এক বছর পিছিয়ে কার্যকরের দাবি জানাই।’

সংগঠনের দাবি হচ্ছে— গাড়িচালক অধিকার আইন প্রতিষ্ঠা, শ্রম আইন বাস্তবায়ন, সকল টার্মিনালে প্রশিক্ষক ও প্রশিক্ষণ সেন্টার তৈরি করা, টার্মিনালগুলোতে চালকদের বিশ্রামাগার তৈরি করা, মহাসড়কে নিরাপদ দূরত্বে পার্কিংসহ বিশ্রামাগার থাকা, বাংলা পড়তে জানলেই শিক্ষানবীশ লাইসেন্স দেওয়া এবং গাড়ির ফিটনেস এর পরীক্ষার সময় চালকের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ফিটনেসও প্রদান করা। ঢাকা/নূর/সাইফ