জাতীয়

‘৭ লাখের বেশি সরকারি চাকরি দেয়া হয়েছে’

আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের গত দুই মেয়াদ থেকে এ পর্যন্ত (অক্টোবর ২০১৯) ৭ লাখ ২৮ হাজার ৪৬ জনকে সরকারি চাকরি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসে শূন্য পদে জনবল নিয়োগ চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ১০-১২ গ্রেডের (দ্বিতীয় শেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে।

১৩-২০ গ্রেডের (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) পদে মন্ত্রণালয়/ বিভাগ/দপ্তর/সংস্থার নিয়োগ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ বিভাগ/দপ্তর/সংস্থা জনবল নিয়োগ দেয়। শূন্য পদ দ্রুত পূরণের লক্ষ্যে ইতিমধ্যে সব মন্ত্রণালয়/ বিভাগকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ঢাকা/আসাদ/রফিক