জাতীয়

বিএসটিআইর কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন কাল

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ‌্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার দুপুরে এর উদ্বোধন করা হবে।

সোমবার বিকেলে বিএসটিআইর কর্মকর্তা মঈনুদ্দীন মিয়া এ তথ্য জানিয়েছেন।

মঈনুদ্দীন মিয়া জানান, ১৯৭৪ সালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টায় বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থার (আইএসও) সদস্য পদ লাভ করে। তার এই অবদানের স্বীকৃতি হিসেবে বিএসটিআইর প্রধান কার্যালয়ে তার ম্যুরাল স্থাপন করা হয়েছে। আগামীকাল দুপুর ১টায় এটা উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প সচিব মো. আবদুল হালিম। সভাপতিত্ব করবেন বিএসটিআইর মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। ঢাকা/হাসিবুল/রফিক