জাতীয়

পথশিশুর অভিভাবক নির্ণয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ‌্যোগ

পিতৃ-মাতৃ পরিচয়হীন পথশিশুর অভিভাবকত্ব নির্ণয়ে কাজ করার উদ‌্যোগ নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার সচিবালয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসির নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সাথে বৈঠককালে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ একথা বলেন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মন্ত্রীর কাছে তিনটি সমাস্যার সমাধানে তার হস্তক্ষেপ কামনা করেন।

দেশে পিতা-মাতার পরিচয়হীন শিশুদের বৈধ কাগজ-পত্রে অভিভাবকত্ব নির্ণয়, মেয়ে বা ছেলের প্রবণতাসম্পন্ন হিজড়াদের লিঙ্গভিত্তিক নাম পরিবর্তনের সুযোগ এবং একই নামের বিভ্রান্তি দূরীকরণে সরকারি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় মানবাধিকার কমিশনের নামের সাথে মিলযুক্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিকৃত এনজিও ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’ এর নাম থেকে ‘কমিশন’ শব্দটির বদলে অন্যশব্দ প্রতিস্থাপনে ভূমিকা রাখার অনুরোধ জানান।

সমাজকল্যাণমন্ত্রী তাদের প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন এবং তার পক্ষ থেকে যা যা করণীয়, তা করার আশ্বাস দেন। তিনি দেশের দুস্থ, প্রতিবন্ধী, হিজড়া এবং পিতৃ-মাতৃ পরিচয়হীন শিশুদের স্বার্থে কাজ করার জন্য তার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন।

প্রতিনিধিদলে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ড. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। ঢাকা/আসাদ/সনি